একটি জরুরী ঘোষনা~ সৌদি অারবে যিলহজ্ব মাসের চাদ দেখা গেছে ~
একটি জরুরী ঘোষনা~
সৌদি অারবে যিলহজ্ব মাসের চাদ দেখা গেছে ~
সৌদি-আরবে আজ জিলহাজ্জ্ব মাস শুরু হয়েছে। আমাদের দেশে হয়তো আগামী কাল হতেই জিলহজ্জ মাস শুরু হবে। সুতরাং আপনার চুল ও নখ কাটার দরকার হলে তা আজকের মধ্যেই কেটে ফেলুন। কারণ কুরবানীদাতা জন্য জিলহজ্জ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানী করা পর্যন্ত স্বীয় চুল ও নখ কাটা নিষেধ।
.
এটা রাসুলﷺ এর নির্দেশ। উম্মে সালামাহ (রা) থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেছেন,
إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلاَ يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا
-তোমাদের মাঝে যে কুরবানী করার ইচ্ছে করে সে যেন যিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। [মুসলীম হা/৫০১১-৫০১৫]
.
স্মরণ রাখতে হবে যে - যিনি কুরবানী দেবেন, কেবল তিনিই যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর হতে কুরবানীর পশু জবাই করা পর্যন্ত নিজের চুল, গোঁফ, নখ কিছুই কাটবেন না। যদি ভুলে কেটে ফেলেন তাহলে এর জন্য তাওবা এবং ইস্তেগফার করতে হবে, কোন কাফফারা দিতে হবেনা। পরিবারের অন্য সবাই কাটতে পারবে।
.
পরিবারের সবাইকে চুল, নখ কাটা হতে বিরত থাকতে হবে -এমন ধারণা ভুল। এমনকি এই ১০ দিন কোরবানীদাতা হাস/মুরগী জবেহ করতে পারবে না –এ ধারনাও ভুল!
.
এটা রাসুলﷺ এর নির্দেশ। উম্মে সালামাহ (রা) থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেছেন,
إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلاَ يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا
-তোমাদের মাঝে যে কুরবানী করার ইচ্ছে করে সে যেন যিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। [মুসলীম হা/৫০১১-৫০১৫]
.
স্মরণ রাখতে হবে যে - যিনি কুরবানী দেবেন, কেবল তিনিই যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর হতে কুরবানীর পশু জবাই করা পর্যন্ত নিজের চুল, গোঁফ, নখ কিছুই কাটবেন না। যদি ভুলে কেটে ফেলেন তাহলে এর জন্য তাওবা এবং ইস্তেগফার করতে হবে, কোন কাফফারা দিতে হবেনা। পরিবারের অন্য সবাই কাটতে পারবে।
.
পরিবারের সবাইকে চুল, নখ কাটা হতে বিরত থাকতে হবে -এমন ধারণা ভুল। এমনকি এই ১০ দিন কোরবানীদাতা হাস/মুরগী জবেহ করতে পারবে না –এ ধারনাও ভুল!
Comments
Post a Comment