চন্দ্র ও সূর্য গ্রহণ নিয়ে আমাদের দেশে একটি বড় কুসংস্কার হচ্ছে"গর্ভবতী...

আসসালামু আলাইকুম~

#চন্দ্র ও সূর্য গ্রহণ নিয়ে আমাদের দেশে একটি বড় কুসংস্কার হচ্ছে"গর্ভবতী মহিলাদের উপর চন্দ্র/সূর্য গ্রহণের প্রভাব" যা হিন্দু ধর্ম থেকে প্রবেশ অথচ আমরা যদি রসুল সাঃ এর এই হাদিস জানতাম তাহলে এইসব কুসংস্কার থেকে দূরে থাকতাম।
*****►রাসুল (সাঃ) বলেছেন • “চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম। কারও জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহন হয় না। তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর।” [বুখারী ৪৮১৮; ইফা]
******►অন্য বর্ণনায় রাসুল (সাঃ) বলেছেন • “চন্দ্র ও সূর্য গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে লাগেনা বরং এদুটো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তাঁর বান্দাকে সতর্ক করেন। অতএব তোমরা যখন গ্রহণ লাগতে দেখ, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়।” [সহীহ মুসলিম ১৯৭২; ইফা]
আমাদের উচিত যা কিছু কুরআন ও রাসুল (সাঃ) এর সহীহ হাদিসে রয়েছে সে সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদেরকে রাসুল (সাঃ) এর দেওয়া শিক্ষাকে দৃঢ় ভাবে আঁকড়ে থাকতে সাহায্য করেন। আমীন।

Comments

Popular posts from this blog

Is Test-Tube babies or IVF treatment allowed in ISLAM??

Sacrifice or Qurbani: Philosophy and Rules. Qurbani: Are you ready?