Posts

Showing posts with the label Latest News

Mighty Sandstorm hit Macca during Hajj!

Image
Mighty Sandstorm hit Macca during Hajj! A sandstorm with rain passed in Mecca on one of the days of Hajj. The heavy rain was accompanied by intensified gusts of wind, which carried garbage cans, road signs and plastic fences. Bad weather made the movement in Mecca and its suburbs much more difficult. There was no panic among the pilgrims. On the video appearing on the web, you can see how the wind almost tears off the pilgrims’ tents and waves the veils on the Kaaba. Pilgrims began to perform the rites of hajj, having moved to a tent city in the Mina valley. After sunrise on Monday, they will head for the main rite – standing on Mount Arafat. source:http://earth-chronicles.com

Is Test-Tube babies or IVF treatment allowed in ISLAM??

Image
Is Test-Tube babies or IVF treatment allowed in ISLAM?? Firstly:  Undoubtedly children are one of the blessings and adornments of this world, and one of the greatest purposes of marriage is to produce offspring. A righteous child is a treasure for his parents in this world and in the Hereafter, and his righteous deeds will be recorded in the balance of his parents’ deeds. A man or a woman may be faced with lack of children or delay of having children. What they must do is be patient and seek reward, and say a lot of du’aa’ and prayers for forgiveness. They should understand that Allaah only decrees things for a reason. If a person has available Islamically acceptable means of getting children, there is nothing wrong with his pursuing that. But the Muslim should beware of false ways involving sihr (witchcraft) and myths, and he should beware of doctors who do not fear Allaah and whose main aim is to make money from those who want to have children. Hence some of them switch eggs

EXTRATERRESTRIAL LIFE IN THE VAST UNIVERSE

Image
EXTRATERRESTRIAL LIFE IN THE VAST UNIVERSE           Vastness of the universe is truly beyond human comprehension. The sun and planets of our solar system, along with two  hundred billion other stars, comprises our galaxy and our local heaven "The Milky Way."  At the edge of Milky way galaxy our sun is  just like a tiny speck when compared to the size of the galaxy.  "The Milky Way," is one hundred and fifty thousand light years across.  This means that traveling at the speed of light, it would take one hundred and fifty thousand years to go from one side of Milky Way to  the  other. The galaxies on the average are separated from each other by about ten million light years. There are about 500 hundred  billion or more such galaxies in the truly gigantic universe. The above raises the possibility of trillions of earth like planets with  intelligent life in the incredibly vast universe.         Yusuf Ali says, "Dabbatun are beasts ,living, crawling

রাসূল (ﷺ) এর উপর মিথ্যারোপ করার পরিণাম জাহান্নাম

Image
>>> রাসূল (ﷺ) এর উপর মিথ্যারোপ করার পরিণাম জাহান্নাম <<< জনৈক পীর সাহেব হতে বর্নিত, তিনি বলেছেন;- আপনি যদি অামার ~~~প্রতীকে ভোট দেন তাহলে ভোটটা পাবে আল্লাহর নবী। তিনি আরও বলেছেন, ~~~~ ভোট দিলে ভোট পাবে ইসলাম এবং আল্লাহর নবী। . সহীহ হাদীসে এসেছে রাসূল (ﷺ) বলেছেন; إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا، فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ নিশ্চয় আমার উপর মিথ্যা বলা, কারো উপর মিথ্যা বলার মত নয়, যে ব্যক্তি আমার উপর মিথ্যা বলল সে যেন তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিয়েছে। (সহীহুল বুখারী: ১২৯১) . সালামাহ ইবনুল আকওয়া (রা) বলেন: রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন : مَنْ يَقُلْ عَلَىَّ مَا لَمْ أَقُلْ فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنَ النَّارِ ‘‘আমি যা বলি নি তা যে আমার নামে বলবে তার আবাসস্থল জাহান্নাম।’’ (সহীহুল বুখারী) . অন্যত্র রাসূল (ﷺ) বলেছেন; لاَ تَكْذِبُوا عَلَيَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَيَّ فَلْيَلِجِ النَّارَ তোমরা আমার সম্পর্কে মিথ্যারোপ করো না কারণ যে ব্যক্তি আমার সম্পর্কে মিথ্যারোপ করে সে জাহান্নামে যাবে। (সহীহুল বুখারী:

চন্দ্র ও সূর্য গ্রহণ নিয়ে আমাদের দেশে একটি বড় কুসংস্কার হচ্ছে"গর্ভবতী...

Image
আসসালামু আলাইকুম~ # চন্দ্র  ও সূর্য গ্রহণ নিয়ে আমাদের দেশে একটি বড় কুসংস্কার হচ্ছে"গর্ভবতী মহিলাদের উপর চন্দ্র/সূর্য গ্রহণের প্রভাব" যা হিন্দু ধর্ম থেকে প্রবেশ অথচ আমরা যদি রসুল সাঃ এর এই হাদিস জানতাম তাহলে এইসব কুসংস্কার থেকে দূরে থাকতাম। *****►রাসুল (সাঃ) বলেছেন • “চন্দ্র এবং সূর্য এ দুটি আল্লাহর নিদর্শনের অন্যতম। কারও জন্ম বা মৃত্যুর কারণে এদের গ্রহন হয় না। তাই তোমরা যখন প্রথম গ্রহণ দেখতে পাও, তখন আল্লাহকে স্মরণ কর।” [বুখারী ৪৮১৮; ইফা] ******►অন্য বর্ণনায় রাসুল (সাঃ) বলেছেন • “চন্দ্র ও সূর্য গ্রহণ কারও জন্ম বা মৃত্যুর কারণে লাগেনা বরং এদুটো আল্লাহর নিদর্শন, যা দ্বারা আল্লাহ তাঁর বান্দাকে সতর্ক করেন। অতএব তোমরা যখন গ্রহণ লাগতে দেখ, আল্লাহর জিকিরে মশগুল হও যতক্ষণ তা আলোকিত না হয়ে যায়।” [সহীহ মুসলিম ১৯৭২; ইফা] আমাদের উচিত যা কিছু কুরআন ও রাসুল (সাঃ) এর সহীহ হাদিসে রয়েছে সে সম্পর্কে জানা ও সে অনুযায়ী আমল করা। আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন এবং আমাদেরকে রাসুল (সাঃ) এর দেওয়া শিক্ষাকে দৃঢ় ভাবে আঁকড়ে থাকতে সাহায্য করেন। আমীন।

একটি জরুরী ঘোষনা~ ‌সৌ‌দি অার‌বে যিলহজ্ব মা‌সের চাদ দেখা গে‌ছে ~

Image
একটি জরুরী ঘোষনা~ ‌সৌ‌দি অার‌বে যিলহজ্ব মা‌সের চাদ দেখা গে‌ছে ~ সৌদি-আরবে আজ জিলহাজ্জ্ব মাস শুরু হয়েছে। আমাদের দেশে হয়তো আগামী কাল হতেই জিলহজ্জ মাস শুরু হবে। সুতরাং আপনার চুল ও নখ কাটার দরকার হলে তা আজকের মধ্যেই কেটে ফেলুন। কারণ কুরবানীদাতা জন্য জিলহজ্জ মাসের চাঁদ দেখার পর থেকে কুরবানী করা পর্যন্ত স্বীয় চুল ও নখ কাটা নিষেধ। . এটা রাসুলﷺ এর নির্দেশ। উম্মে সালামাহ (রা) থেকে বর্ণিত, রাসুল ﷺ বলেছেন, إِذَا دَخَلَتِ الْعَشْرُ وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ فَلاَ يَمَسَّ مِنْ شَعَرِهِ وَبَشَرِهِ شَيْئًا ‏ -তোমাদের মাঝে যে কুরবানী করার ইচ্ছে করে সে যেন যিলহজ মাসের চাঁদ দেখার পর থেকে চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। [মুসলীম হা/৫০১১-৫০১৫] . স্মরণ রাখতে হবে যে - যিনি কুরবানী দেবেন, কেবল তিনিই যিলহজ্জ মাসের চাঁদ উঠার পর হতে কুরবানীর পশু জবাই করা পর্যন্ত নিজের চুল, গোঁফ, নখ কিছুই কাটবেন না। যদি ভুলে কেটে ফেলেন তাহলে এর জন্য তাওবা এবং ইস্তেগফার করতে হবে, কোন কাফফারা দিতে হবেনা। পরিবারের অন্য সবাই কাটতে পারবে। . পরিবারের সবাইকে চুল, নখ কাটা হতে বিরত থাকতে হবে -এমন ধারণা ভুল। এমনকি এই ১০ দি

QURBANI RULES

Image
QURBANI RULES Below is a brief guide to the rules and recommendations of Qurbani. Qurbani must only be performed on the tenth, eleventh and twelfth days of Dhul-Hijjah. You can order your Qurbani before this time, but the sacrifice must be carried out on the correct day. The first day is always better than the second, whilst the second is better than the last (Muslim Aid ensures sacrifices take place on Eid day). Qurbani is to be offered  by those who can afford it and meet other specific requirements; you must be a Muslim of sound mind, mature (have reached puberty), not aShar'itraveller, and in possession of 52.5 tolas of silver, or the equivalent in wealth. If you are obliged to offer Qurbani but miss the date, you are liable to pay compensation. It is not compulsory for children and the insane to practice Qurbani, nor are their guardians expected to perform Qurbani on their behalf. During Qurbani, charity does not substitute Qurbani donations, nor does it fulfil

IMPORTANT RULES AND GUIDELINES REGARDING QURBANI

Image
IMPORTANT RULES AND GUIDELINES REGARDING QURBANI Qurbani or Udhiyah as it is widely referred to, is a significant religious practice in Islam performed all over the world by billions of Muslims on Eid-ul-Adha and the two days following it. For the sake of clarity and to inform those who are not familiar with the concept, it is the practice of slaughtering an animal, usually a sheep, goat or a cow, as an offering to Allah SWT. As mentioned earlier, this is very important religious practice. Therefore, careful attention should be given to every detail no matter how big or small so as to see to it that Qurbani is conducted properly and in full accordance with the rules of Islam. Below we will talk about a few important guidelines related to Udhiya and Qurbani rules. First and foremost; eligibility. Unlike prayer (Salat) that is compulsory for every Muslim, Udhiya demands that certain criteria must be met in order to be eligible for Qurbani. Any sane, adult, Muslim male or female